• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
আদালত অবমাননা

আইজি প্রিজন্স ও একজন সচিবকে আপিল বিভাগে তলব


নিজস্ব প্রতিবেদক  নভেম্বর ২০, ২০২৩, ১১:৪৬ এএম
আইজি প্রিজন্স ও একজন সচিবকে আপিল বিভাগে তলব

ঢাকা: আপিল বিভাগ ৬ জেল সুপারকে পদোন্নতি না দিয়ে আদালত অবমাননার দায়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরিকে তলব করেছেন। আগামী ৪ ডিসেম্বর তাদের সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপিল বিভাগের আদেশ পালন না করলে সেটি সহজভাবে দেখার সুযোগ নেই।’

এমএস

Wordbridge School
Link copied!