ঢাকা: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের দুই মালিকসহ চারজনকে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২ মার্চ) তাদের আদালতে হাজির করে পুলিশ। এর আগে শুক্রবার তাদের আটক করা হয় এবং অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে শুক্রবার (১ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন তাদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃতরা হলেন-কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
আইএ