ঢাকা : শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
সোমবার (১১ মার্চ) লিখিত আদেশে আদালত এ তথ্য জানিয়েছেন। ওইদিন ড. ইউনূসসহ ৪ জনকেই আদালতে হাজির হতে হবে।
এর আগে, গত ৩ মার্চ এই মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়ান আদালত। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল জামিনের পাশাপাশি এ মামলার আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন। তবে ড. ইউনূসসহ অন্যরা কতদিন জামিনে থাকবেন সেটি ওইদিন আদালত উল্লেখ করেননি। আদালত বলেছিলেন, লিখিত আদেশে জামিনের মেয়াদ জানানো হবে।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত পহেলা জানুয়ারি ড. ইউনূসসহ ৪ আসামির ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন শ্রম আদালত। এছাড়া এক মাসের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ারও নির্দেশ দেয়া হয়। আর ২৮ জানুয়ারি রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন ড. ইউনূসসহ চারজন আসামি। পরে আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত।
এমটিআই