• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
পর্যবেক্ষণে আদালত

সোহেল চৌধুরী হত্যা মামলা: সাক্ষীরা আসামিদের বাচানোর চেষ্টা করেছে


আদালত প্রতিবেদক মে ৯, ২০২৪, ০৩:৫০ পিএম
সোহেল চৌধুরী হত্যা মামলা: সাক্ষীরা আসামিদের বাচানোর চেষ্টা করেছে

ঢাকা : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষীরা তাদের জবানবন্দিতে আসামিদের বাচানোর চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছে আদালত।

বৃহস্পতিবার (৯ মে) ২৫ বছরের বেশি সময় আগে আলোচিত এ মামলার রায়ের পর্যবেক্ষণে এমন মন্তব্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী।

রায়ে আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়া আশিষ চৌধুরী ও শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমনসহ ৬ জনকে খালাস দিয়েছে আদালত। অভিযোগপত্রভূক্ত ৩৪ সাক্ষীর এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘দীর্ঘ দিনের পুরনো মামলার অনেক স্বাক্ষী মারা গিয়েছে, দুই জন আসামির ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড কারী ম্যাজিষ্টেটকে বার বার সমন দেওয়া পরও আদালতে স্বাক্ষ্য দিতে  আসেননি, এবং যে সকল স্বাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন তারা আসামিদের বাঁচান চেষ্টা করেছে।’

আদালত বলে, ‘মামলাটি দীর্ঘ দিনের পুরনো। ভূক্তভোগীর আত্মীয় স্বজনরা রায় দেখতে চায়। সকল কিছু বিবেচনা করে উক্ত রায় ঘোষণা করা হলো।’

এমটিআই

Wordbridge School
Link copied!