• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
২৪ বছর ‍‍`ফাঁসির সেলে‍‍`

শরীফার মামলার শুনানি বৃহস্পতিবার


আদালত প্রতিবেদক জুলাই ৩১, ২০২৪, ০৪:২৩ পিএম
শরীফার মামলার শুনানি বৃহস্পতিবার

ঢাকা : হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে প্রায় ২৪ বছর ফাঁসির সেলে (কনডেম সেল) থাকা শরীফা বেগমের আপিল মামলাটির ওপর শুনানি আগামীকাল বৃহস্পতিবার হবে।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এদিন ধার্য করেন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় ৮০ নম্বরে ছিল। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বুধবার আইনজীবী মোহাম্মদ শিশির মনির মামলাটি শুনানির জন্য উপস্থাপন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘২৪ বছর ধরে এই নারী কনডেম সেলে আছেন। দেশের ইতিহাসে তিনিই সবচে বেশি সময় কনডেম সেলে‌। তার সঙ্গে একই মামলায় আব্দুস সামাদ আজাদ নামে আরেক আসামি এই সময় ধরে কনডেম সেলে। এ মামলাটিতে শুনানি করতে চাই।

প্রধান বিচারপতি এ সময় মামলাটি আগামীকাল বৃহস্পতিবারের কার্যতালিকায় শীর্ষ ১০ এর মধ্যে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১ জুলাই দৈনিক পত্রিকায় 'ফাসির দিন গুনে এক নারীর ২৪ বছর'  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন প্রতিবেদনটি প্রধান বিচারপতির নজরে আসার পর প্রধান বিচারপতি  শরীফার আপিল মামলাটি শুনানির উদ্যোগ নেন।

এমটিআই

Wordbridge School
Link copied!