• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

আরও ২৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৪, ০৯:২৪ পিএম
আরও ২৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের আইনি সহায়তায় ঢাকার আদালত থেকে শনিবার (৩ আগস্ট) মোট ২৬ জন পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এতথ্য জানিয়েছেন।

এরআগে শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন।  

কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক থাকলে তাদের জন্য [email protected] তে তথ্য পাঠানোর অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।  

আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।  

শনিবার গণভবনে পেশাজীবীদের সাথে সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দোষ সব শিক্ষার্থীকে মুক্তির নির্দেশ দিয়েছেন।  

আজ (৩ অগাস্ট) পর্যন্ত মোট ১০৪ জন পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত, এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগ ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনায় বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন জামিন পেয়েছেন।

আইএ  

Wordbridge School
Link copied!