• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২৪, ০১:১৩ পিএম
অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের পদত্যাগ

ঢাকা : অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন।

 বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করছে।

এর আগে ২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওই সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন।

এমটিআই

 

Wordbridge School
Link copied!