• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এবার গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন


আদালত প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৪, ০১:২১ পিএম
এবার গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা : গুম করার অভিযোগে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী।  ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে এই মামলার আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করার আবেদন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!