• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আনিসুল ও সালমানকে ডিম নিক্ষেপের অপেক্ষায় শতাধিক মানুষ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৪, ০৬:২৫ পিএম
আনিসুল ও সালমানকে ডিম নিক্ষেপের অপেক্ষায় শতাধিক মানুষ

ঢাকা: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে কিছু সময়ের মধ্যে হাজির করানোর কথা রয়েছে। তাদের জন্য ডিম হাতে নিয়ে অপেক্ষা করছে শতাধিক মানুষ। অপেক্ষারতদের মধ্যে অধিকাংশই আইনজীবী।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার সিএমএম কোর্ট এলাকায় এ চিত্র দেখা যায়।

সেখানে দেখা যায়, সিএমএম কোর্টের গেটে গোটা বিশেক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারপরেই অপেক্ষা করছেন শতাধিক আইনজীবী। তাদের বেশিরভাগ হাতের মুঠোয় দেখা গিয়েছে ব্রয়লার মুরগির বাদামী রঙের ডিম। কেউ কেউ রেখেছেন আড়াল করে, বা পকেটে।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘৃণিত কাজের জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে লক্ষ্য করে এ ডিম নিক্ষেপ করা হবে।  

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

আইএ

Wordbridge School
Link copied!