• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান-আনিসুল হক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৪, ০৭:০৩ পিএম
১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান-আনিসুল হক

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। শেখ হাসিনা সরকারের দুই হেভিওয়েট নেতাকে আদালতে নিয়ে যাওয়া একটি পুলিশের ভ্যানে ডিম নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সদরঘাট এলাকা থেকে আওয়ামী লীগের এই হেভিওয়েট দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়।

তাদের প্রিজনভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। প্রিজনভ্যানের নিরাপত্তায় মোট ১০টি গাড়ি ছিল। এর মধ্যে ৩টি সাদা মাইক্রোবাস, একটি প্রিজনভ্যান ও ছয়টি পুলিশ ভ্যান। প্রিজনভ্যানের আগে-পিছে পুলিশের গাড়িগুলো নিরাপত্তায় ছিল।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।

এরই মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান। দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয়।  

অন্যদিকে, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। ওই মেয়াদেই তাকে আইনমন্ত্রী করে সরকার। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!