• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা


রংপুর প্রতিনিধি আগস্ট ১৮, ২০২৪, ০৩:৫১ পিএম
রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

 রংপুর : রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্রিল্যান্স ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আবু তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

রোববার (১৮ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়।

নিহত আবু তাহিরের বাবা আব্দুর রহমান আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ২ নং আসামি করা হয়েছে।

এছাড়াও অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পরাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি নুর ইসলাম পাটোয়ারী, কোতয়ালী থানার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক সংরক্ষিত এমপি নাছিমা জামান ববি, রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর কানা হারুন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি লক্ষিণ চন্দ্র দাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা যুবলীগের কর্মী ডিজেল আহমেদ,২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, স্বেচ্ছাসেবকলীগের সদস্য মানিক, মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজানুর রহমান সৌরভ, সাধারণ সম্পাদক রিপন বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক তনিম আহসান চপল, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসিফ, স্বেচ্ছাসেবকলীগের সদস্য মামুন।

আদালত মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

আব্দুল্লাহ আল তাহির আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় গুলিতে নিহত হন।

এমটিআই

Wordbridge School
Link copied!