• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৪:৫৫ পিএম
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে

ঢাকা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নং আসামি করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!