ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে পদত্যাগ করেন।
এছাড়া, মো. মিজানুল ইসলামকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে, গাজী মোনাওয়ার হুসাইনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে, বিএম সুলতান মাহমুদকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে এবং আব্দুল্লাহ আল নোমান সহকারী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।
এমটিআই