• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ ৪ দিনের রিমান্ডে


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:৩১ পিএম
আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ ৪ দিনের রিমান্ডে

ঢাকা : রংপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামী এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আমীর ও সুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই বিষয়ে আরও তদন্তের জন্য তাদেরকে রিমান্ডে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ মারা যান। এ ঘটনায় ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৬ জনের নামে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!