• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২০, ২০২৪, ১২:৫৪ পিএম
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমএ মান্নানকে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, এমএ মান্নানকে আদালতে নেওয়ার পর তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত (দ্রুত বিচার ট্রাইবুনাল) বন্ধ থাকায় জামিন শুনানি না করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাকিদ।

এর আগে বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে মান্নান গ্রেপ্তার করে পুলিশ৷

আইএ

Wordbridge School
Link copied!