• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘ফ্যাসিবাদের দোসররা এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন’


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:১১ পিএম
‘ফ্যাসিবাদের দোসররা এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন’

ঢাকা : অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 
অ্যাটর্নি জেনারেল বলেন, বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল।


 
তিনি আরও বলেন, ৫ আগস্ট থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার।

দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।


 
বিচারবিভাগে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন, তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান।

এমটিআই

Wordbridge School
Link copied!