ঢাকা : পুনর্গঠনের ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন বিচারপতি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৪ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
ট্রাইব্যুনালে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
তিন সদস্যের এ ট্রাইব্যুনালে তার সঙ্গী করা হয়েছে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরীকে।
হাই কোর্টে কর্মরত বিচারপতিদের সমমর্যাদার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা এনাম চৌধুরী ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য শফিউল আলম মাহমুদকে ৮ সেপ্টেম্বর হাই কোর্টের বিচারক করা হয়। আইন মন্ত্রণালয় সেদিন ২৩ জনকে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করে, যারা শপথ নেন পরদিন।
একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের হাতে গঠিত এ ট্রাইব্যুনালেও পরিবর্তন আসছে।
এমটিআই