• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামিন নামঞ্জুর, হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন কারাগারে


আদালত প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২৪, ০৩:৩৭ পিএম
জামিন নামঞ্জুর, হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন কারাগারে

ঢাকা : যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে  আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুল হক কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ অক্টোবর তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

২৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!