• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আদালত অবমাননার মামলায় অব্যাহতি পেলেন বিএনপির ৭ আইনজীবী


আদালত প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৪, ০১:০৬ পিএম
আদালত অবমাননার মামলায় অব্যাহতি পেলেন বিএনপির ৭ আইনজীবী

ঢাকা : আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির ৭ শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আবেদনকারী আইনজীবী নাজমুল হুদাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা জমা দিতে বলা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে।

রোববার (৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

সাত শীর্ষ আইনজীবী হলেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

গত বছরের ডিসেম্বরের একটি অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ কয়েকজন বিচারপতির বক্তব্যকে কেন্দ্র করে অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা। পরে এই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই আবেদন আমলে নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ বিএনপির আইনজীবীদের তলব করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!