ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত এ আদেশ দেন। এ দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়। আসামিকে জামিনে মুক্তি দিলে আইন শৃঙ্খলার অবনতিসহ মামলার তদন্তে ব্যাঘাতসহ দেশ ত্যাগ করার আশঙ্কা রয়েছে। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য ক্ষমতাচ্যুত সরকারকারের নেতা-কর্মীদের উসকানি প্রদান করেছে। তিনি একজন সক্রিয় আওয়ামী লীগের কর্মী। মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি। মামলার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এবং মামলায় ব্যবহৃত আলামত উদ্ধার করতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা দরকার। এতে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামি শনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করা সম্ভব হবে।
এদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এ মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় তাকে কারাগারে পাঠিয়ে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলি চালায়। এতে ইসতিয়াকের পেটে গুলি লাগে। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামি হলেন তাপস।
এসএস