• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডা. ইকবালকে আত্মসমর্পণের নির্দেশ  


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৬, ২০২৪, ০৯:২২ পিএম
ডা. ইকবালকে আত্মসমর্পণের নির্দেশ  

ঢাকা: রাজধানীর মালিবাগ মোড়ে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির মিছিলে গুলি করে চারজনকে হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল ও নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ জনের অব্যাহতির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অবিলম্বে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

ওই ঘটনায় করা মামলার বাদী তৎকালীন খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার (৬ নভেম্বর) রুলসহ এ আদেশ দেন।

বাকি আসামিরা হলেন– শওকত হোসেন, কবির উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, মুন্সি কামরুজ্জামান কাজল, মনিরুজ্জামান ওরফে লিটন, ইমদাদুল হক ওরফে বাচ্চু, আব্দুল হালিম, আবুল বাশার, জসিম উদ্দিন, দুলাল ওরফে লন্ড্রি দুলাল, তারেক সামছুল খান, কামরুল মোর্শেদ ও এস এম আরমান।

আবেদনের পক্ষে ছিলেন- আইনজীবী মো. আমিনুল ইসলাম। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির মিছিলে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ ও ভিকটিম ইউনুস মৃধা পৃথক মামলা করেছিলেন। দুই মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ার পর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকাবস্থায় ১৫ জনকে অব্যাহতি দেওয়া হয়। তবে বাকিদের বিরুদ্ধে মামলা চলমান আছে।

আইনজীবী আমিনুল বলেন, সম্প্রতি মামলার বাদী ইউনুস মৃধা হাইকোর্টে ২০১০ সালের দুটি আদেশ (১৫ জনকে অব্যাহতি) চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। হাইকোর্ট দুটি আদেশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেছেন। আর ১৫ আসামিকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এখন নিম্ন আদালতে তাদের বিচার চলবে।

আইএ

Wordbridge School
Link copied!