• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গায়ে ময়লার ছিটা পড়ায় কর্মকর্তাকে মারধর করেছিলেন সাদিক


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৭, ২০২৪, ০১:১৯ পিএম
গায়ে ময়লার ছিটা পড়ায় কর্মকর্তাকে মারধর করেছিলেন সাদিক

বরিশাল: বরিশাল সি‌টি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক প্রকৌশলী।

বুধবার (৬ নভেম্বর) ১৯ জনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বিসিসির বর্তমান উপসহকারী প্রকৌশলী রেজাউল কবির।

আদালতের বিচারক নুরুল আমিন মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাবেক মেয়র ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, তৎকালীন নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আনিসুজ্জামান, করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা, উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস, শ্রমিক লীগ নেতা রইচ আহমেদ মান্না, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিম প্রমুখ।

বাদী সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী রেজাউল কবির বলেন, নগরীর অশ্বনী কুমার হলের সামনে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিসিসির পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কার্যক্রম চলছিল। এক পর্যায়ে ড্রেনের ময়লা ছিটে গিয়ে তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর গায়ে লাগে। এজন্য সবার সামনে প্রকাশ্যে সাবেক মেয়র সাদিক ও তার অনুসারীরা আমাকে মারধর করেছেন। ওই ঘটনার বিচার চেয়ে আমি মামলাটি দায়ের করেছি।

আইএ

Wordbridge School
Link copied!