• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

২৭তম বিসিএস, বাদ পড়াদের আপিল আবার শুনবেন আপিল বিভাগ


আদালত প্রতিবেদক নভেম্বর ৭, ২০২৪, ০২:১৬ পিএম
২৭তম বিসিএস, বাদ পড়াদের আপিল আবার শুনবেন আপিল বিভাগ

ঢাকা : এক এগারোর সময় ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করে দেওয়া রায় বৈধ ঘোষণা করে আপিল বিভাগের বহাল রাখা আদেশের বিরুদ্ধে ১ হাজার ১৩৭ জনের রিভিউ আবেদন শুনবেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানিতে আপিলের অনুমতি দেন।

আগামী ৪ ডিসেম্বর এ রিভিউ আবেদনের ওপর শুনানি হবে। এর ফলে ১৬ বছর পর এসব ভুক্তভোগীদের ভাগ্য পুনরায় সহায় হতে পারে।

২০০৫ সালের ২৮ জুন ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তীতে ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন। এরপর তাদের নিয়োগ দেয়া হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!