• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

তারাকান্দায় হাবিবুর হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন


ময়মনসিংহ প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ০৯:১১ পিএম
তারাকান্দায় হাবিবুর হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ২০০৬ সালে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস নয়জন অভিযুক্তদের মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং করিম উদ্দিনের অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস ও বাকিদের এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন, তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন।  এদের মধ্যে হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে পুর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন মৃত হাবিবুরের মা তারাবানু বাদি হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শেষে আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন। সরকারি কৌশলী আকরাম হোসেন ও অভিযুক্তদের মো. দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।

এসএস

Wordbridge School
Link copied!