• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ১৯, ২০২৪, ০৭:২১ পিএম
হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগ

ঢাকা: পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি। এরা হলেন-বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) এই তিন বিচারপতি পদত্যাগ করেন।

এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে প্রায় ৫ বছর ধরে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে। আর সম্প্রতি গঠন হয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।

আইএ 

Wordbridge School
Link copied!