• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন, দুপুরে শুনানি


আদালত প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৪, ১২:৫০ পিএম
অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন, দুপুরে শুনানি

ঢাকা : ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে এই আপিল করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মুহাম্মদ আজমী দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের মধ্যে এই বিষয়ে শুনানির জন্য চেষ্টা করা হচ্ছে।

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়।

গত ২০ নভেম্বর, হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

একইসঙ্গে এসব যানবাহনের কার্যক্রম বন্ধে তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে রুল জারি করে।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ নির্দেশনা দেন।

এরপর থেকে ঢাকায় দফায় দফায় চলছে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সড়ক অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে। সবশেষ, গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এমটিআই

Wordbridge School
Link copied!