• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সালমান-পলক-আনিসুলসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার


আদালত প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৫৩ পিএম
সালমান-পলক-আনিসুলসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বিভিন্ন থানার বৈষম্যবিরোধী আন্দোলনের পৃথক ৪ মামলায় নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অবঃ) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খান।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের উপস্থিত করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। বিচারক এসব মামলায় সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

নিউ মার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় জুনাইদ আহমেদ পলককে।  

মোহাম্মদ থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এম

Wordbridge School
Link copied!