• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

নড়াইলে তারেক রহমানের নামে করা মামলা খারিজ


প্রতিনিধি, নড়াইল  ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:২৮ পিএম
নড়াইলে তারেক রহমানের নামে করা মামলা খারিজ

নড়াইল: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে করা মানহানির একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। 

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক রহমান। দেশের একটি জাতীয় পত্রিকায় সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার মৃত মাজেদ বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিশ্বাস। পরে তারেক রহমানের ওই বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে দাবি করে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ একটি মানহানির মামলা করেন তিনি৷ 

আইএ

Wordbridge School
Link copied!