Menu
পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি মোক্তার আলমের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন, বাকি দুই আসামী পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ: জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। রায় ঘোষণার সময়ে আসামী রফিকুল ইসলাম, জসিম আকন- এ দুজন পলাতক ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউন্টস অফিসের এম এল এস এস পদে চাকরি করতেন। তার সাথে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসলে আসামীরা তাকে হত্যা করে তার থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপরে তার মরদেহ খালের পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. ওয়ালিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়ার মামলায় চারজন আসামীকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদারে তাদের আরো ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT