• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০
অ্যাটর্নি জেনারেল

জাতি ন্যায়বিচার পেয়েছে


আদালত প্রতিবেদক মার্চ ১৬, ২০২৫, ০১:৩৬ পিএম
জাতি ন্যায়বিচার পেয়েছে

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদলতের রায় হাইকোর্টে থাকায় জাতি ন্যায়বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ মার্চ) দুপুরে আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন। হাইকোর্টে আদেশ বহাল থাকায় গোটা জাতি ন্যায়বিচার পেয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি যত শক্তিশালী হোন না কেন পেছনে যেই থাকুক না কেন, সত্য প্রতিষ্ঠিত হবে। আবরারের মৃত্যু পাহাড়ের মতো ভারি হয়ে আছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ যত শক্তিশালী, তা দুমড়েমুচড়ে দেয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্ররা নতুন জীবন পেয়েছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!