Menu
ঢাকা: অর্থনৈতিক অপরাধের অভিযোগে কাজী আনিস আহমেদ এবং তার জেমকন গ্রুপের বিরুদ্ধে রুল জারি করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিচারপতি ফাতিমা নাজিব এবং শিকদার রাজি একটি রুল জারি করে এই নির্দেশ দেন।
এদিন আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান এবং আহসান আকবর নামে এক ব্যক্তি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি আবেদন দায়ের করেন।
রিটটি কাজী আনিস আহমেদ এবং জেমকন গ্রুপের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতার অভিযোগ তুলে দায়ের করা হয়েছে।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান এবং ব্যারিস্টার মোহাম্মদ কে. শাহনেওয়াজ।
ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর চেম্বারের আইনজীবী ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেমকন গ্রুপের কাজী আনিস আহমেদকে অর্থ পাচার, অনুমতি ছাড়া বিদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর মতো অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। যদিও আওয়ামী লীগ শাসনামলে তার ব্যবসায়িক কার্যক্রম বৈধ মনে হলেও তার আর্থিক লেনদেন, আন্তর্জাতিক লেনদেনের পরিধি, অফশোর বিনিয়োগে জড়িত থাকা, অননুমোদিত মূলধন চলাচল এবং লুকানো আর্থিক নেটওয়ার্ক বাংলাদেশী আইন লঙ্ঘন করছে বলে মনে হয়।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT