• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্ত্রীকে দেওয়া নিক্সন চৌধুরীর গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ২০, ২০২৫, ০৭:১২ পিএম
স্ত্রীকে দেওয়া নিক্সন চৌধুরীর গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ

ঢাকা: ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর গুলশানের একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত। পূর্বের কেনা এই সম্পদ স্ত্রী তারিন হোসেনকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নিক্সন চৌধুরী।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, ২০১৩ সালের ২৯ জানুয়ারির অ্যালটমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী এই সম্পদ নিক্সন চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে করা হয়। তিনি মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়, যা নিক্সন চৌধুরী ‘অবৈধ অর্থ’ দিয়ে কেনেন বলে জানিয়েছে দুদক।

রোববার (২০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সম্পদ জব্দের আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এ জব্দের আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সেখানে বলা হয়, মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা দামের স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তদন্তকালে জানা যায়, এর মধ্যে গুলশান আবাসিক এলাকায় ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত দি সেরেনিটি নামে দুটি বেজমেন্টসহ ১৩ তলা আবাসিক ভবনের ৭ম তলার (একটি গ্যারেজ ও কমনস্পেসসহ) মোট ৫১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট এবং অচিহ্নিত ১৭০ অযুতাংশ ভূমি রয়েছে।

আবেদনে বলা হয়, দুদক অনুসন্ধান শুরু করার পর থেকে তারিন হোসেন এসব সম্পদ ‘হস্তান্তরের’ চেষ্টা করছেন। সে কারণে এসব সম্পদ ক্রোক করা প্রয়োজন।

এর আগে গত ৯ জানুয়ারি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে তিন হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক। গত ২৪ ফেব্রুয়ারি নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেন আদালত।

আইএ

Wordbridge School
Link copied!