• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ৫, ২০২১, ১১:২৬ এএম
এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান

ঢাকা : এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ।

তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।

নিউটন দাশ আরও বলেন, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!