• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

হিযবুত তাহরীর শীর্ষ নেতা মাহামুদ ১০ বছর পর গ্রেপ্তার 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৩, ০৩:১৭ পিএম
হিযবুত তাহরীর শীর্ষ নেতা মাহামুদ ১০ বছর পর গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর-এর শীর্ষ নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন। শুক্রবার (৭ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।

তিনি জানান, গ্রেপ্তার মাহামুদ হাসান (৩০) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর শীর্ষ জঙ্গি নেতা। তিনি দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে “হিযবুত তাহরীর” এর সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল হয়।  বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে “হিযবুত তাহরীর” লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করত। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে একবার গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আসছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিন টি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় আদালতের তাকে দুই বছর সশ্রম কারাদন্ড দেয়। রায় ঘোষণার সময় সে পলাতক ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে ফজলুল হক আরও জানান,  গ্রেপ্তার মাহমুদ রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে বিবিএ সম্পন্ন করে। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক এর মাধ্যমে “হিযবুত তাহরীর” সংগঠনের সাথে সম্পৃক্ত হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত  জঙ্গীবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। গ্রেপ্তার আসামীর থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র‍্যাবের কর্মকর্তা।

সোনালীনিউজ/এলআই/আইএ

Wordbridge School
Link copied!