ঢাকা : সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত কুমিল্লার দেবিদ্বারের ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৮ জুন) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার (১৯ জুন) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসার অভিযোগ রয়েছে ইকবাল শাহ সুন্নি আল কাদেরীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই দরবার শরীফে তিনি প্রায়ই গাঁজার আসর বসাতেন এবং নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন। গত ২ জুন এক শিশুকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে ইকবালের বিরুদ্ধে।
সোনালীনিউজ/এমটিআই