• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২৩, ১০:১৪ এএম
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৬টা থেকে বুধবার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১৩ হাজার ৪৩৯ ইয়াবা, ৪৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!