• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এক কেজি ক্রিস্টাল মেথসহ সংগীত শিল্পী এনামুল কবির গ্রেপ্তার 


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২৪, ০৫:৩১ পিএম
এক কেজি ক্রিস্টাল মেথসহ সংগীত শিল্পী এনামুল কবির গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ জনপ্রিয় সংগীত শিল্পী এনামুল কবির রেবেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।  

শনিবার (২৭ এপ্রিল) সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।  

রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

আইএ

Wordbridge School
Link copied!