• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ছাত্রআন্দোলনে দুই হাতে পিস্তল চালানো সেই ব্যক্তি গ্রেফতার


জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:৪৭ এএম
ছাত্রআন্দোলনে দুই হাতে পিস্তল চালানো সেই ব্যক্তি গ্রেফতার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে দুই হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল নামে এ সন্ত্রাসী।

ভিডিওতে দেখা যায়, সেদিন দুই হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন রুবেল।

এম

Wordbridge School
Link copied!