• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবরি গ্রেপ্তার


ঠাকুরগাঁও প্রতিনিধি অক্টোবর ২, ২০২৪, ০৪:১৬ পিএম
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবরি গ্রেপ্তার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আলী (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও রানীশংকৈল থানার এস আই আজাহারুল এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটকৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে । 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!