• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারসহ সাবেক কৃষিমন্ত্রী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৪, ০৯:১৬ এএম
বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারসহ সাবেক কৃষিমন্ত্রী গ্রেপ্তার

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।

মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে৷

তিনি বলেন, সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের সময় বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

নিরাপত্তারক্ষীরা জানান, সরকার পতনের পর থেকেই উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাসায় থাকতেন না আব্দুস শহীদ। মঙ্গলবার হঠাৎ করে বাসায় ফিরলে আইন শৃঙ্খলাবাহিনী বাসা ঘিরে ফেলে। পরে কয়েক ঘণ্টার অভিযান শেষে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য।

এম

Wordbridge School
Link copied!