• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার


সাভার (ঢাকা) প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ০৩:১৮ পিএম
আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফাইল ছবি

ঢাকা: সাভারের আশুলিয়া থেকে ডিমভর্তি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গেল রাত ১২টার দিকে আশুলিয়ার নবীনগর থেকে একটি ডিমভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা ডিমসহ পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় রাতেই পিকআপ ভ্যানের মালিক ও ডিম ব্যবসায়ী মনির হোসেন আশুলিয়া থানায় মৌখিকভাবে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের স্বীকারোক্তিতে আশুলিয়ার টঙ্গাবাড়ি থেকে লুন্ঠিত পিকআপ ভ্যানটি জব্দসহ সাড়ে ২৮ হাজার পিচ ডিম উদ্ধার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।  গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, বুধবারও আশুলিয়া থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএস

Wordbridge School
Link copied!