সিলেট: সিলেটে বিস্ফোরক মামলার আসামি সাজ্জাদুর রহমান মুন্না (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদুর রহমান মুন্না (৩২), শাহপরান থানার সোনারপাড়া নবারুন-২ এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় করা ১৯০৮ ধারায় মামলার এজাহারভূক্ত ১১৮ জন আসামির মধ্যে ১১৬ নাম্বার আসামি সাজ্জাদুর রহমান মুন্না। তাকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন জানান, নগরীর শিবগঞ্জ থেকে বিস্ফোরক মামলার এজাহারভূক্ত ১১৬ নাম্বার আসামি সাজ্জাদুর রহমান মুন্না আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এসএস