ঢাকা: গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত। প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছাকাছিও পৌঁছে যান তিনি। ফলে সরকারি সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের দায়িত্ব পেতেন কৌশিক হোসেন তাপস।
কৌশিক হোসেন তাপস সরকারি প্রভাবশালী মহলের সঙ্গে চলতেন। একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের। তার নিষেধাজ্ঞার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বক্তব্যও দেওয়া হয়। কিন্তু তাপস তৎকালীন তথ্যমন্ত্রীর বক্তব্যকে পাশ কাটিয়ে দেশে সানি লিওনকে নিয়ে আসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলা সহিংসতার মধ্যে গত ৪ আগষ্ট রাজধানীর প্রগতি সরণীতে গান বাংলার কার্যালয়ে হামলা ও ভাঙচুরও করা হয়। ১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। পুড়িয়ে দেওয়া হয়েছে ভবনটির বাইরে থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। সব মিলিয়ে কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।
এসএস