• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

যে অভিযোগ গ্রেপ্তার হলেন তাপস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৪, ০২:২৫ পিএম
যে অভিযোগ গ্রেপ্তার হলেন তাপস

ঢাকা : উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামি একজন সংগীতশিল্পী। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থেকে গান-বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে।

আবেদনে আরও বলা হয়, ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ নামে একজন উত্তরা পূর্ব থানায় গত ২৯ অক্টোবর হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন ইশতিয়াক মাহমুদ। পেটে গুলি লাগায় চিকিৎসা নিতে নিকটবর্তী হাসপাতালে গেলে সেখানেও বাধা দেয় সন্ত্রাসীরা।

পুলিশ আদালতকে জানিয়েছে, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সাথে এসব সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে। একই সাথে বাদী ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদের চিকিৎসা নিয়ে তিনি বাধা দেন। এসব কারণে তাপসকে কারাগারে বন্দি রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

এমটিআই

Wordbridge School
Link copied!