• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আলোচিত সন্ত্রাসী ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২০, ২০২৪, ০৭:২৮ পিএম
আলোচিত সন্ত্রাসী ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত সন্ত্রাসী ‘কাইল্লা’ সুমনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও পুলিশের এডিসি জিয়াউল হক। তিনি সাংবাদিকদের বলেন, কাইল্লা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখনও আমরা হাতে পাইনি।

মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। 

তবে কোন মামলায় এখন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটা বলতে পারেননি তেজগাঁও পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!