• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে র‍্যাব-পুলিশসহ ৪ জন আটক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৪, ১০:০১ এএম
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে র‍্যাব-পুলিশসহ ৪ জন আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ৪ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে তারা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) জব্দ করা হয়।  আটককৃত সদস্যরা হচ্ছেন, সার্জেন্ট ইকবাল, মো মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক।

আটককৃত সদস্যদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুজনই বর্তমানে র‍্যাবে কর্মরত বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

আটককৃত অপরজন মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।  তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় বিমানযাত্রী এবং সহযাত্রীদের নিকট হতে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল।

এম

Wordbridge School
Link copied!