• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৫, ১০:১৮ এএম
সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

ঢাকা : রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে৷ এর যেকোনো একটি মামলা থাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
 
রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা।

এমটিআই

Wordbridge School
Link copied!