• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শেয়ারহোল্ডারদের জন্য ওয়ালটনের লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২০, ০৭:১৯ পিএম
শেয়ারহোল্ডারদের জন্য ওয়ালটনের লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

ঢাকা : শেয়ার বাজারে সদ্য তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সাধারণ বিনিয়োগকারীদের ২০০  শতাংশ লভ্যাংশ দিলেও উদ্যোক্তা পরিচালকরা নিলেন ৭৫ শতাংশ।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ টাকা ২১ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০০ কোটি টাকা শেয়ার বাজার থেকে উত্তোলন করে।  দেশের পুঁজিবাজারে প্রথম ডাচ পদ্ধতিতে অনুষ্ঠিত নিলাম বা বিডিং প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে ওয়ালটন শেয়ারের কাট-অব প্রাইস ৩১৫ টাকা নির্ধারণ করা হয়। 

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!