• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মুনাফা করেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৩ কোম্পানি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০২০, ১২:২১ পিএম
মুনাফা করেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৩ কোম্পানি

ঢাকা : মুনাফা করেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০১৯-২০ অর্থবছরের জন্য কোন  লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

কোম্পানির মধ্যে রয়েছে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও জেনারেশন নেক্সট ফ্যাশন।

এই ৩ কোম্পানির মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদন করে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। করোনার সময় মানুষের খাবারের চাহিদা না কমলেও ব্যবসায় ধস দেখিয়েছে গোল্ডেন হার্ভেষ্ট। এই কোম্পানিটি ২০১৩ সালে ১৫ টাকা প্রিমিয়াসহ প্রতিটি ২৫ টাকা মূল্যে ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে।

এরপরে ২০১৯ সালের ডিসেম্বরে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ৯০ কোটি টাকা সংগ্রহ করে। ভালো ব্যবসা দেখিয়ে এই টাকা সংগ্রহ করা হয়। কিন্তু এরপরে প্রথম বছরের ব্যবসাতেই ধস দেখিয়ে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার মতো হতাশাজনক সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ।

এদিকে বেঙ্গল উইন্ডসোর ২০১৩ সালে আইপিওতে প্রতিটি শেয়ার ২৫ টাকা করে ইস্যু করে। এতে প্রতিটি শেয়ারে প্রিমিয়াম সংগ্রহ করে ১৫ টাকা। কোম্পানিটির আইপিও পূর্ব ২০১১-১২ অর্থবছরের ৩.৫১ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে নেমে এসেছে ০.১২ টাকায়।

করোনার মধ্যেও কেউ কেউ প্রতারণা করেছেন বলে অভিযোগ তুলেছেন বিনিয়োগকারীরা। তাদের মতে, এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ওষুধ কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। কারন করোনায় ওষুধের চাহিদা বাড়লেও অস্বাভাবিক লোকসান দেখিয়েছে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ০.৪৮ টাকা মুনাফা হলেও ২০১৯-২০ অর্থবছরে ৯.২৪ টাকা লোকসান দেখিয়েছে।

এছাড়াও ২৯ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০১৯-২০ অর্থবছরের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্দিষ্ট সময় (৩১ অক্টোবর) শেষেও কোন কোন কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হচ্ছে, এতে করে ‘নো’ ডিভিডেন্ডের কোম্পানির সংখ্যা বাড়তে পারে। করোনা মহামারিতে ব্যবসায় ধসের কারণে কিছু কোম্পানি এ বছর প্রথমবারের মতো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও বিনিয়োগকারীরা পর্ষদের ‘নো’ ডিভিডেন্ডকে মানতে পারছেন না। তাদের মতে, এর আগে নিয়মিত মুনাফার একাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়েছে, তাহলে এখন বিনিয়োগকারীদের দূরাবস্থার সময় রিজার্ভ থেকে লভ্যাংশ দিতে পারবে না কেনো। করোনায় শুধু কোম্পানির ব্যবসা নয়, বিনিয়োগকারীদের অবস্থাও শোচনীয়। এই দিকটাও কোম্পানিগুলোর পর্ষদের ভাবা দরকার ছিল।  

এছাড়া দীর্ঘদিন ধরে লভ্যাংশ দেয় না এমন সব কোম্পানিও এ বছর কোন পরিবর্তন আসেনি। এবছরও বড় লোকসান করেছে শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস ও জুট স্পিনার্স। একইভাবে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এবছর অস্বাভাবিক হারে লোকসান হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের। এ কোম্পানিটির আগের বছর শেয়ারপ্রতি ০.৫১ টাকা মুনাফা হলেও ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ১২৬.৩৬ টাকা লোকসান হয়েছে। যাতে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নিম্নে ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল- ব্যবসায় বড় লোকসানের কারন হিসেবে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের সচিব মো. তাজুল ইসলাম বিজনেস আওয়ারকে বলেন, করোনার কারণে  শ্রমিকেরা না আসা ও বন্যার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া কিছু মেডিক্যাল প্রোমোশন অফিসার (এমপি) টাকা পয়সা নিয়ে চলে গেছে ও একটি কারখানা ২ মাস বন্ধ থাকার কারণে লোকসান হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!