• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২০, ০৬:১৪ পিএম
ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন বেড়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ১৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৬টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২৫ কোটি ১১ লাখ টাকার শেয়ারের। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮১ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ আজ যা আগের দিন থেকে ৪৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!